৩২৫ ভোট পেয়ে জামানত হারালেন নৌকা প্রার্থী

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
৩২৫ ভোট পেয়ে জামানত হারালেন নৌকা প্রার্থী
নৌকার প্রার্থী মো. মজিবর রহমান মোল্লা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। শুধু তাই নয় এবারই প্রথমবারের মতো, জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মো. মজিবর রহমান মোল্লা। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন নির্বাচনে এই ভরাডুবি হয়। এই ইউনিয়নের নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মৌসুমী হক সুলতানা।

নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মৌসুমী হক সুলতানা পেয়েছেন পাঁচ হাজার ৪০২ ভোট, তার নিকটতম হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী পেয়েছেন চার হাজার ৫৭৩ ভোট।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান মোল্লা পেয়েছেন মাত্র ৩২৫ ভোট আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী লিয়াকত হোসাইন পেয়েছেন ৩২২ ভোট। তারা দুজনই জামানত হারিয়েছেন।

লক্ষ্মীপুর ইউনিয়নে ১৫ হাজার ৫১৪ ভোটারের মধ্যে ১০ হাজার ৬২২জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী অনেকের পছন্দের ছিল না। টাকার বিনিময়ে মনোনয়ন নিয়েছেন তিনি। সে কারণে স্থানীয় আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা তার পক্ষে কাজ করেনি।

পরাজয়ের কারণ জানতে আওয়ামী লীগের প্রাথী মো. মজিবর রহমান মোল্লাকে একাধিকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

তবে পরাজয় প্রসঙ্গে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা বলেন, ‘মাদারীপুরের জনপদ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের যত জাতীয় নির্বাচন হয়েছে, সবটাতেই জয়ী হয়েছেন। কিন্তু এবার ইউপি নির্বাচনে এক প্রভাবশালী নেতার অনৈতিক বাণিজ্যের কারণে নৌকার পরাজয় হয়েছ। এতে আমরা আশাহত হয়েছি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা নির্বাচনে কালকিনি ও ডাসার উপজেলার ১৩টি ইউনিয়নে একজন চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

বাকি ১২ ইউনিয়নের মধ্যে ৯টিতে স্বতন্ত্র প্রার্থী ও তিনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। 

মন্তব্য

সম্পর্কিত খবর

মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. আবু সাঈদ (১৫) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। শনিবার ভোর রাতে উপজেলার জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

মো. আবু সাঈদ পার্শ্ববর্তী আলায়পুর গ্রামের শিমুল গাজীর ছেলে ও ধানদিয়া ইউনিয়ন বহুমুখী ইন্সটিটিউট থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের বাবা জানান, ছেলে আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃত বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়িতে থেকে লেখাপড়া করতো।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোনো সাড়া না পেয়ে ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় সাঈদ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। 

তার ফুপার বাড়ির সদস্যরা জানান, আবু সাঈদ ফুপার বাড়িতে থেকে লেখাপড়া করতো। বেশ কিছুদিন ধরে সাঈদ তার বাবার কাছে মোটরসাইকেল কেনার বায়না করে আসছিল।

কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে।

কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই আ. রউফ জানান, লাশ ময়নাতদন্তের পর বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

মন্তব্য

জামালপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
জামালপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবিতে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

জামালপুরে জেলা বিএনপির নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৪ টার দিকে শহরের বকুলতলা চত্বরে জেলা বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।  সমাবেশ শেষে একটি মিছিল বের করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

দলীয় সূত্র জানায়, ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রায় দীর্ঘ ৮ বছর ধরে ওই কমিটিই বহাল রয়েছে। মেয়াদ উত্তীর্ণ সেই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির এক অংশের নেতাকর্মীরা।

আরো পড়ুন
চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু

চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু

 

সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, শহর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবর রহমান জ্বিলানী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদত হোসেন সাগর, মেলান্দহ উপজেলা বিএনপি নেতা আজম খান প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদে একই ব্যক্তিরা দায়িত্বে রয়েছেন।

৮ বছর ধরে জেলা বিএনপি কমিটি এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমতো কমিটি দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।

সমাবেশ শেষে সমাবেশ স্থল বকুলতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা বিএপির কমিটির ভেঙে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময় মোড়ে গিয়ে শেষ হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

এনসিপিতে পদ পাওয়ায় হান্নান মাসউদের বাবার আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
এনসিপিতে পদ পাওয়ায় হান্নান মাসউদের বাবার আনন্দ মিছিল
সংগৃহীত ছবি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ পাওয়ায় খুশি হয়ে আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক আনন্দ মিছিল করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দ মিছিলটি করেন তিনি।

মিছিলটি স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে হান্নান মাসউদের বাবা বলেন, ‘আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা-চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য সেই স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন।

হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে।’

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ‘নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন সেই দোয়া করছি।

আমরা হাতিয়ার মানুষ একসঙ্গে থাকব। নতুন দলের সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে।’

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন হান্নান মাসউদ। তিনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য

আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় ম্যাগপাই নিটওয়্যার লিমিটেড নামের এক পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন। 

শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৩টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার ওই পোশাক কারখানার ভেতরে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পোশাক কারখানাটির সব কার্যক্রম বন্ধ ছিল।

শুক্রবার দিবাগত রাতে ১৫-২০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা কারখানার প্রহরীদের মারধর করে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে এবং কারখানার ভেতরে থাকা মূল্যবান মাল লুট করে পালিয়ে যায়।

কারখানাটির নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার রাজীব বলেন, অস্ত্রধারী ডাকাতদলের সদস্যরা কারখানায় নিরাপত্তাকর্মীদের মারধর করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিল্প পুলিশ সূত্র জানায়, কারখানাটি গত বছরের ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ১৪ মাস ধরে কারখানাটি বন্ধ থাকায় বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে ডাকাতরা কারখানায় প্রবেশ করে দুটি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যক্ত এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক মটর, জেনারেটরের তার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ।

ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডের এজিএম কায়সার আলী খান বলেন, ‘আমাদের পোশাক কারখানারটির কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডাকাতরা কারখানায় প্রবেশ করে দারোয়ান ও প্রহরীকে জিম্মি করে ফেলে। পরে তারা সারা রাত ধরে ডাকাতি করে রাত ৩টার দিকে চলে যায়।’

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। রাত ৯টা থেকে ৪টা পর্যন্ত ৩০-৩৫ জন ডাকাত কারখানায় প্রবেশ করে লুটপাট করে।

কারখানাটি প্রায় ১৪ মাস ধরে বন্ধ। এ ছাড়া কারখানাটিতে শ্রমিকদের কিছু দেনা পাওনার ইস্যুও আছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে অস্ত্রধারী একদল ডাকাত কারখানার নিরাপত্তা প্রহরীদেরকে একটি কক্ষে আটকে রেখে মূল্যবান মাল লুট করে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করে ডাকাত সদস্যদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ