পেছাল চট্টগ্রামের অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
পেছাল চট্টগ্রামের অমর একুশে বইমেলা
ফাইল ছবি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অমর একুশে বইমেলা তিনদিন পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ মেলা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতিসভায় মেলা উদ্বোধনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন প্রমুখ।

এবারের বইমেলায় রবীন্দ্র উৎসব, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভা, শিশু-তারুণ্য-নারী উৎসব অনুষ্ঠিত হবে। মেলায় দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ও শিল্পীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, কভিড পরিস্থিতির কারণে গতবছর সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও বইমেলা করা যায়নি।

তবে এবার পাঠক, প্রকাশক, কবি, সাহিত্যিকদের আগ্রহের কারণে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আশাকরি স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা নিয়ে সকলের অংশগ্রহণে এবারো ঐতিহ্যের বইমেলা সফল হবে। আমরা প্রমাণ করতে চাই ঢাকার ন্যায় চট্টগ্রামেও জাঁকজমকভাবে সফল বইমেলা আয়োজনে সক্ষম।

মন্তব্য
মামলা বাণিজ্য

নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

গত বছরের ১৯ জুলাই বিকেলে আন্দোলনের সময় আব্দুল্লাহ আল মামুন রাজধানীর বনশ্রী হাসপাতালের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল বনশ্রী হলেও মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কলেজ শিক্ষার্থী ইয়ামিন প্রধানকে। একই মামলায় আসামি জাহাঙ্গীর আলম প্রধান। ইয়ামিন প্রধানের পরিবার ও জাহাঙ্গীর আলম প্রধান নিজেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আরো পড়ুন
এখনো পদত্যাগ করিনি : নাহিদ ইসলাম

এখনো পদত্যাগ করিনি : নাহিদ ইসলাম

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মামলা থেকে রেহাই পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়।
সংবাদ সম্মেলনে ইয়ামিনের বাবা ও রূপগঞ্জের তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেক বলেন, ‘আমার ছেলে কখনো কোনো রাজনৈতিক দল বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। মামলার বাদীকে আমরা কখনো দেখিনি কিংবা চিনিও না।

খারাপ উদ্দেশ্য হাসিলের জন্যই আমার ছেলেকে মামলার আসামি করেছে।’

মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম প্রধান বলেন, ‘আমি তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আইনবিষয়ক পদে রয়েছি। আমরা অনেক আগে থেকেই বিএনপির রাজনীতি করে আসছি।’

এ বিষয়ে মামলার বাদী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেহেতু মামলায় নাম আসছে, এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তদন্ত করবেন।

’ আসামিদের চেনেন কি না, এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরো পড়ুন
শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ‘কারো বিরুদ্ধে যদি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া না যায় তাহলে তার নাম চার্জশিটে বাদ যাবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ
সংগৃহীত ছবি

সাহিত্য, সংগীত ও গবেষণায় ছয়জন কীর্তিমান ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘শ্রীপুর সাহিত্য পরিষদ’। এ বছর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজকে কবিতা বিভাগে সম্মাননা দেওয়া হয়। 

সাহিত্যাঙ্গনে নিজেকে বিস্তৃত করেছেন কবি হাসান হাফিজ। সাহিত্যাঙ্গনে তার বিচরণক্ষেত্র বহুবিধ।

তার অনবদ্য লেখনীর মাধ্যমে পাঠকসমাজে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। হাফিজের কাব্যগ্রন্থগুলো পাঠকদের হৃদয়ে গভীর দাগ কেটেছে এবং সাহিত্যপ্রেমীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। একই বিভাগে ড. রফিকুল মোহামেদকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া বাকি চারজন গুণী ব্যক্তিত্বরা হলেন, সংগীতে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার মিল্টন খন্দকার, কথাসাহিত্যে মাসউদ আহমাদ, শিশুসাহিত্যে জিসান মেহবুব এবং গবেষণায় ইমরোজ মাহফুজ।

আজ রবিবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী চলা বইমেলার তৃতীয় দিনে এ সম্মাননা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন গীতিকার ও গবেষক শহীদুল্লাহ ফরায়জী, শ্রীপুর সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান (ইতিহাস) সেলিম মোল্লা প্রমুখ।

পরে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের পুরস্কার গ্রহণ করেন কালের কণ্ঠের গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহসিন আহমেদ।

মন্তব্য

তিন খুনের পর এলাকাজুড়ে আতঙ্ক, ঘাতকরা অধরা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
তিন খুনের পর এলাকাজুড়ে আতঙ্ক, ঘাতকরা অধরা
জেলার মানচিত্র

গত শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির নেতা হানিফ আলী ওরফে হানেফ, তার শ্যালক লিটন ও রাইসুল ইসলাম রাজু নামের তিনজনকে গুলি করে হত্যা করা হয়। ওই রাতেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পরে এই হত্যার দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু নামে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে স্থানীয় গণমাধ্যমকর্মীদের খুদে বার্তা পাঠান। 

তবে এ নিয়ে জাসদের পক্ষ থেকে জাসদ গণবাহিনী নামে তাদের কোনো সহযোগী সংগঠন নেই বলে দলটির সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

ওই বিবৃতিতে জাসদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা ও হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করা হয়।

এদিকে এই খুনের ঘটনার পরের দিন শনিবার রাতে উপজেলার নারায়ণকান্দি বাওড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার মানুষ ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিছে।

এসব বিষয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এড়িয়ে চলছেন তারা।

আরো পড়ুন
গ্রেপ্তারের পর কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা

গ্রেপ্তারের পর কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা

 

নাম প্রকাশে অনিচ্ছুক হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের এক ব্যক্তি বলেন, ‘শনিবার রাত ১০ টার দিকে বাওড় পাড়ে পরপর দুটি গুলির শব্দ হয়। এরপর রাত সাড়ে ১১ টার দিকে আরো দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়।’

হঠাৎ তিন খুন, গোলাগুলি ও চরমপন্থীদের আনাগোনার খবরে ক্রমেই এলাকা অশান্ত হয়ে উঠছে বলে দাবি করছেন স্থানীয়রা।

এদিকে এ হত্যাকাণ্ডের দুইদিন পেরিয়ে গেলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এমনকি কাউকে আটক পর্যন্ত করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন
‘সরকারের কিছু ব্যক্তির কথাবার্তায় মনে হয় তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন’

‘সরকারের কিছু ব্যক্তির কথাবার্তায় মনে হয় তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন’

 

 এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, ‘স্থানীয়দের উদ্বেগ-উৎকণ্ঠার কথা শুনছি। পুলিশ এ নিয়ে কাজ করছে। হত্যাকারীদের সনাক্ত ও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

আদালত প্রাঙ্গণে বাদীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আসামিরা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
আদালত প্রাঙ্গণে বাদীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আসামিরা
জেলার মানচিত্র

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন আসামিরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

আহত সুমন মিয়া জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা।

আটকরা হলেন, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)। 

আরো পড়ুন
আলু চাষিদের আন্দোলনে ৪ হিমাগার সিলগালা

আলু চাষিদের আন্দোলনে ৪ হিমাগার সিলগালা

 

আহত সুমনের বড় বোন ইয়াসমিন জানান, গত ১৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রতিপক্ষ সুমন। এই ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলতমিয়াকে আবারো পেটায় আসামিপক্ষ। এই ঘটনায় উভয় পক্ষ আবারো থানায় অভিযোগ দায়ের করেন।

ওই মামলায় রবিবার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়েন। তখন আসামিরা তাকে বেধড়ক পেটান। এ সময় সুমন অচেতন হয়ে পড়েন। পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এ সময় স্থানীয়রা হামলাকারী মতিন মিয়া ও সাদ্দাম হোসেকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ারি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে থানায় নিয়ে আসা হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম জানান, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে রাখা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ