<p>কুমিল্লা সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের মামলায় তার স্বামীসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত একজনকে ১০ হাজার এবং আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। </p> <p>মঙ্গলবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান।</p> <p>দণ্ডপ্রাপ্তরা হলেন ওই গৃহবধূর স্বামী নুরুল ইসলাম এবং একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান ওই নারীর বিয়ের উকিল ছিলেন। রায় শুনে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন তিনি।</p> <p>মঙ্গলবার বিকেলে আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিকেলে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।</p> <p>কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান, ২০২০ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সহযোগিতায় ভিকটিমকে ধর্ষণ করেন উকিল শ্বশুর আবদুর রহমান। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন গৃহবধূ। মামলার তদন্ত চলাকালে পুলিশ আসামি নুরুল ইসলাম ও আবদুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।</p> <p>মঙ্গলবার দুপুরে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। এ ছাড়া আসামি নুরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন আদালত।</p>