<p>দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিজয়ী হয়েছেন।</p> <p>দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক ভোটের ফলাফল নিশ্চিত করে জানান, নৌকা প্রতীকে আমজাদ হোসেন ১২ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী নারিকেলগাছ প্রতীকে এ জেড এম মেনহাজুল হক পেয়েছেন ৯ হাজার ২২৯ ভোট।</p> <p>প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত পার্বতীপুর পৌরসভা ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ২০১১ সালের ২৭ জানুয়ারি পৌরসভাটিতে সর্বশেষ নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র এ জেড এম মেনহাজুল হক মেয়র নির্বাচিত হন। পৌরসভার আয়তন বৃদ্ধির ফলে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতার কারণে পার্বতীপুর পৌরসভার নির্বাচন স্থগিত হয়। পরে উচ্চ আদালতের রায়ে এক যুগ পর এবার নির্বাচন অনুষ্ঠিত হলো।</p>