<p>নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।</p> <p>সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নরসিংদী সদর মডেল থানায় করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি খোকন চন্দ্র সরকার।</p> <p>কালের কণ্ঠকে ওসি বলেন, গতকাল সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় সদর থানা-পুলিশের একটি দল। এ সময় দিদার হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি সাদা ব্যাগে ১৮টি বিস্ফোরক ককটেল, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।</p> <p>এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান ৪২ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী এজাহারনামীয় ৫ নম্বর আসামি। </p>