<p>পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানির গ্যাস সঞ্চালনা পাইপলাইনের সংস্কার কাজের জন্য বগুড়া, সিরাজগঞ্জের ন্যায় পাবনাতেও গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে। যা থাকবে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮ পর্যন্ত।</p> <p>গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে পাবনায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ ঘোষণা থাকলেও শুক্রবার দুপুর পর্যন্ত বাসা বাড়িগুলোতে গ্যাস সরবারাহ কিছুটা স্বাভাবিক ছিল। সিএনজি প্যাম্প স্টেশনগুলো বন্ধ থাকায় সিএনজিচালিত যানবাহনগুলো প্রায় বন্ধ রয়েছে। আর এতে করে সিএনজিচালিত যানবাহনগুলোর ভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।</p> <p>শুক্রবার কলকারখানা বন্ধ থাকার কারণে গ্যাস সরবরাহ বন্ধের প্রভাব কলকারখানাগুলোতে পড়েনি। তবে কারখানাগুলোতে শনিবার থেকে এর প্রভাব পড়তে পারে।</p>