<p>মানিকগঞ্জের শিবালয়ে ঈদ উপলক্ষে অসহায়-দুঃস্থদের জন্য বরাদ্দ করা চাল কমিয়ে নিম্নমানের দেওয়ার অভিয়োগ উঠেছে। বরাদ্দ করা চালের দুই টন দুই শ কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠেছে শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মানিকের বিরুদ্ধে। </p> <p>আজ রবিবার (৭ এপ্রিল) কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন চাল বিতরণে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মো. রুবেল মিয়া। </p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবারের মতো এবারও আসন্ন ঈদ উপলক্ষে সারা দেশে ভিজিএফ-এর আওতায় অসহায় দুঃস্থদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ৫০ কেজির বস্তায় ২৬৪ বস্তা চাল বরাদ্দ পান চেয়ারম্যান জহির উদ্দিন মানিক। এরপর গতকাল শনিবার চাল বিতরণকালে হিসাব করতে গিয়ে বরাদ্দকৃত চালের চেয়ে ৪২ বস্তা চাল কম পান দায়িত্বশীল ট্যাগ অফিসার। বিষয়টি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানকে জানানো হলে তিনি বিকাল নাগাদ খাদ্য বিতরণের অন্য কর্মসূচির ৩০ কেজির বস্তায় নিম্নমানের চাল বিতরণ করেন। আবার ১০ কেজির জায়গায় অনেকেই দুই কেজি করে কম চাল পেয়েছেন বলে অভিযোগ উঠে।</p> <p>শিবালয় উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা শামীমা সিরাজ জানান, গত বৃহস্পতিবার শিমুলিয়া ইউনিয়নের ঈদের ভিজিএফ চাল গ্রহন করা হয়েছে। এখান থেকে নিধারিত বরাদ্দ করা চাল ওই দিনের পর আর ছিল না। </p> <p>চাল বিতরণে দায়িত্বে থাকা শিবালয় উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুবেল মিয়া কালের কণ্ঠকে বলেন, নিয়ম অনুসারে এসব চাল বিতরণের একদিন আগে ট্যাগ অফিসারকে জানাতে হয়। ওই ইউনিয়নের চেয়ারম্যান চাল বিতরণের সময় হুট করে আমাকে জানিয়েছেন। সরেজমিনে গিয়ে চাল হিসাব করে দেখি, ৪২ বস্তায় দুই টন দুই শ কেজি চাল কম রয়েছে। তাকে বাকি চাল কোথায় জানতে চাইলে বিভিন্ন তালবাহানা করতে থাকেন। এসময় তিনি বলেন, ট্রাক না পাওয়ায় ওইদিন চাল আনা সম্ভব হয়নি, তাই আজ আনতেছি। পরে বিকালে তিনি খাদ্যের অন্য কর্মসূচির নিম্নমানের চাল নিয়ে আসেন, যা এ বরাদ্দের চালের সঙ্গে মিল নেই। পরে চেয়ারম্যানের দায়িত্বে ওই চাল বিতরণ করা হয়।</p> <p>শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জানান, আমরা স্পটে ৫০ কেজির বস্তার ৪২ বস্তা চাল কম পেয়েছি। চেয়ারম্যান পরে জেলা থেকে ৩০ কেজির বস্তায় বাকি চাল কিনে আনেন। আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট উর্ধ্বতনদের বিষয়টি জানাচ্ছি।</p> <p>এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান জহির উদ্দিন মানিক কালের কণ্ঠকে জানান, গত বৃহস্পতিবার ট্রাকের অভাবে চাল খাদ্য গুদাম থেকে আনতে পারিনি। তাই বিতরণের দিন এনেছি। এক মেম্বারের কারণে এ সমস্যা হয়েছে।</p> <p>শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, এ বিষয়ে দায়িত্বশীল ট্যাগ অফিসারের কাছে লিখিত বক্তব্য চেয়েছি। পরে বিষয়টি উর্ধ্বতনদের লিখিতভাবে জানানো হবে।<br />  </p>