কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ধার নেওয়া ২০ হাজার টাকা দিতে না পারায় এক গৃহবধূকে দুই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিচার চেয়ে না পেয়ে ওই গৃহবধূ ও তার স্বামী বিষপান করেছেন। এতে গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় স্বামী বিছানায় কাতরাচ্ছেন।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ধার নেওয়া ২০ হাজার টাকা দিতে না পারায় এক গৃহবধূকে দুই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিচার চেয়ে না পেয়ে ওই গৃহবধূ ও তার স্বামী বিষপান করেছেন। এতে গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় স্বামী বিছানায় কাতরাচ্ছেন।
গত শুক্রবার (২৪ মে) ওই দম্পতি বিষপান করেন। পাঁচ দিন ধরে ‘বিষক্রিয়ার’ সঙ্গে লড়াই শেষে গত বুধবার (২৯ মে) দুপুরে ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই দম্পতির তিন বছরের এক শিশুসন্তান রয়েছে।
মৃত্যুর আগে গত ২২ মে স্থানীয় কয়েকজনের কাছে দেওয়া গৃহবধূর জবানবন্দির একটি অডিও রেকর্ড এই প্রতিবেদকের কাছে এসেছে। এতে ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘এরপরও জয়নাল আবার ফোন দিয়ে আমার কাছে টাহার (টাকা) চাপ দেয়। আমি বলি কীসের টাহা। টাহার জন্য এতো কিছু।
ওই গৃবধূর স্বামী বলেন, ‘আমি টাঙ্গাইল থাইকা ফিইরা দেখি বউয়ের শরীর ভাইঙ্গা গেছে।
রাজিবপুর থানার ওসি আশিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘এমন কোনো অভিযোগ আমরা পাইনি। এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো মামলা হয়নি।’
সম্পর্কিত খবর
গাজীপুরে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন লুমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা। রবিবার (১৬ মার্চ) মহানগরীর তেলিপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ প্রতিমাসেই বেতন দিতে দেরি করে। রমজান মাস উপলক্ষে আগে বেতন দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
একাধিক শ্রমিক বলেন, ‘কারখানায় রাত ১১টা-১২টা পর্যন্ত ডিউটি করায় কিন্তু কোনো নাইট বিল দেয় না। ইনক্রিমেন্ট নেই। ডিসেম্বর থেকে ছুটি বন্ধ।
লুমেন টেক্সটাইল কারখানার ভেতরে গিয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে সমাবেশ করা হয়।
পরে হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিক্যাল কলেজ রক্ষা করুন স্লোগান নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় শত শত লোক সড়কের ওপরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদ সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সামছুল হুদার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রভাষক আব্দুল করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিক্যাল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে।
তারা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিক্যাল কলেজ হারাতে বসেছে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে সিলেট বিভাগকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
হবিগঞ্জ মেডিক্যাল কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাত্র-জনতা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সহস্রাধিক লোক নিজেদের ব্যানার নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধনে অংশগ্রহন করেন।
দুপুর ১টায় এ প্রতিবেদন লেখার সময় মহাসড়ক অবরোধ কর্মসূচি চলাকালে সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নির্মল খীসা নামের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ার তৈ মেদুং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নির্মল খীসা নানিয়ারচর উপজেলার নানিয়াচর ইউনিয়নের ইউনিয়নের তৈ-চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে তৈ মেদুং গ্রামে একদল সশস্ত্র দুর্বৃত্ত নির্মলকে গুলি করে।
ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, ‘নির্মল খামারপাড়া এলাকায় তার নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। সেখানে আগে থেকে লুকিয়ে থাকা পিসিজেএসএসের ৮-১০ জন সশস্ত্র সদস্য নির্মলকে গুলি করে হত্যা করেছে।
পিসিজেএসএস রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাঙামাটি শহরে নেই, তাই ঘটনাটি আমার অজানা। তবে আমাদের কেউ এই হত্যাকাণ্ড ঘটায়নি। কারণ ওই এলাকায় আমাদের কোনো কার্যক্রমই নেই।’
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘সাপছড়িতে নিহত ইউপিডিএফকর্মী নির্মলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ ১৫ বছর আইনি লড়াই শেষে ঝিনাইদহের শফিকুল ইসলাম সান্টু হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিকসহ ১০ জন। তথ্যটি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুর রহমান।
তিনি বলেন, ‘গত ৪ মার্চ ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম সাংবাদিক এস এম রবিসহ মামলার ১০ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় এ রায় প্রদান করেন।’
তিনি আরো বলেন, ‘আসামিদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য-প্রমাণ না থাকায় বিজ্ঞ আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ এপ্রিল রাতে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় শফিকুল ইসলাম সান্টুকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সান্টুকে মৃত ঘোষণা করেন।