<p style="text-align:justify">কক্সবাজারকে নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের নবাগত পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ। </p> <p style="text-align:justify">আজ সোমবার দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এই সহযোগিতার কথা জানান।</p> <p style="text-align:justify">পুলিশ সুপার বলেন, দেশি-বিদেশি পর্যটকরা আনন্দ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য কক্সবাজারে আসেন। ভ্রমণে আসা মানুষের কোনো প্রকার হয়রানি যেন না হয়, সে জন্য যা করা প্রয়োজন সবই করছে ট্যুরিস্ট পুলিশ। </p> <p style="text-align:justify">তিনি বলেন, এই শহরে ভ্রমণে আসা মানুষদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই। এ জন্য জেলাবাসীর সহযোগিতা প্রয়োজন। এই সহযোগিতার পথ তৈরি করবেন সাংবাদিকরা।</p> <p style="text-align:justify">পুলিশ সুপার জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের সব পয়েন্ট ও স্পটগুলোর নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের ১২০ জন সদস্য কাজ করছেন।</p>