<p style="text-align:justify">চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার রুটে তিনদিন বন্ধ থাকার পর আবারো চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি। তবে সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাতায়াত করবে জনপ্রিয় এ ট্রেনটি।  </p> <p style="text-align:justify">রেলওয়ে সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে এ স্পেশাল ট্রেনটি ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। তিনদিন পর আজ রবিবার সন্ধ্যা থেকে কক্সবাজার-চট্টগ্রাম-পটিয়া রুটে চলবে ট্রেনটি।  </p> <p style="text-align:justify">উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার জেলার লাখো ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে গত ৮ এপ্রিল কক্সবাজার টু চট্টগ্রাম রুটে শুরু হয়েছিল ঈদ স্পেশাল ট্রেনটি। এই স্পেশাল ট্রেনটি বাসের তুলনায় ভাড়া ও সময় কম হওয়ায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে।<br />  </p>