<p>কুমিল্লার লাকসামে বন‍্যাদুর্গতদের জন্য খোলা একটি আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে মাকসুদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মনিরুল হকের স্ত্রী।</p> <p>সোমবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আউশপাড়া ফাজিল মাদরাসা আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান। নিহত ওই নারীর মামা স্থানীয় পল্লী চিকিৎসক মো. মোজাফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>স্থানীয় এলাকাবাসী ও নিহত ওই নারীর স্বজনদের সূত্রে জানা গেছে, ওইদিন ভোরে হঠাৎ তিনি বুকের ব্যথা অনুভব করেন। এ সময় তাঁর শ্বাসকষ্টও দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। আশ্রয়কেন্দ্র থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার। তাছাড়া, পুরো এলাকা জুড়েই বন্যার পানিতে থৈ থৈ করছে। বৈরী অবস্থার ফলে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।</p> <p>নিহত মাকসুদা বেগমের স্বামী মনিরুল হক জানান, আকস্মিক বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে তার স্ত্রীকে নিয়ে তিনি ওই আশ্রয়কেন্দ্রে উঠেন।</p> <p>তিনি আরো জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তিনি ধারণা করছেন।</p> <p>এ ব্যাপারে জানতে চাইলে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম রাতে মুঠোফোনে বলেন, ওই নারীর মৃত্যুর বিষয়টি কেউ তাকে অবহিত করেননি। এই মাত্র আপনার মাধ্যমে জানলাম। তবে খোঁজ নিয়ে দেখব।</p> <p>লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই সিদ্দিকীও রাতে মোবাইল ফোনে কালের কণ্ঠকে একই কথা বলেছেন।</p>