<p style="text-align:justify">রাজবাড়ীর গোয়ালন্দে কমেছে পদ্মার পানি। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়। </p> <p style="text-align:justify">গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্র জানিয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর পানি কিছুটা কমলেও সেখানে স্রোতের গতিবেগ কমেনি। এতে ওই রুটে ফেরি ও লঞ্চপারাপারে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুন সময় বেশি লাগছে। </p>