<p style="text-align:justify">চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়ার সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করে ৫০১ বিরুদ্ধে এক জামায়াতকর্মী মামলা করেছেন। </p> <p style="text-align:justify">গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে শিবির নেতা এনামুর রশিদ বাদী হয়ে ১৫১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতপরিচয় ৩০০-৩৫০ জনকে আসামি করে পটিয়া থানায় মামলাটি করেছেন। আসামিরা সবাই পটিয়া উপজেলার বাসিন্দা। মামলাটির তদন্তের দায়িত্বে আছেন পটিয়া থানার উপপরিদর্শক ইয়ামিন সুমন। </p> <p style="text-align:justify">মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়া, যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, মোজাম্মেল হক লিটন, সেলিম চেয়ারম্যান, ইনজামুল হক জসিম, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, আমিনুল ইসলাম খান টিপু, আবদুর রাজ্জাক, এহসানুল হক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">মামলার বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি করে বেশ কয়েকজনকে গুরতর আহত করার অভিযোগ এনে এনামুর রশিদ নামের এক যুবক পেনাল কোড ও গুলি করে হত্যাচেষ্টায় একটি মামলা করেছেন। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।</p>