<p style="text-align:justify">বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দিল্লিতে বসে ষড়যন্ত্র করলে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। গণহত্যাকারী এবং তাদের দল আওয়ামী লীগকে এই দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের পরিচয় হবে বাংলাদেশি।’</p> <p style="text-align:justify">বুধবার (২৮ আগস্ট) বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">বিএনপির এই নেতা বলেন, ‘এ দেশে আর জুলুম-নির্যাতন সহ্য করা হবে না। শত-সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে। তাদের রক্তের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনারই করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও মামলা করা হবে।’</p> <p style="text-align:justify">সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি। এ দেশে সবার বৈষম্যহীন অধিকার নিশ্চিত করা হবে। এ দেশে কেউ সংখ্যালঘু হিসেবে থাকবে না।’</p> <p style="text-align:justify">এদিন সকালে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে নেমে জেলা বিএনপির অফিস পরিদর্শন করেন। পরে সড়কপথে চকরিয়া পৌর বাস টার্মিনালে এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে কক্সবাজার ত্যাগ করার পর থেকে সড়কপথে সালাহউদ্দিন আহমেদকে একনজর দেখার জন্য বেশুমার নারী-পুরুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন।</p> <p style="text-align:justify">এদিকে দীর্ঘ ১০ বছর পর সালাহউদ্দিনকে একনজর দেখতে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় অন্তত লক্ষাধিক লোকের সমাগম হয়। তাদের প্রিয় মুখ সালাহউদ্দিন না আসা পর্যন্ত সমাবেশস্থলে লোকজন দাঁড়িয়ে থাকে। এদিকে সন্ধ্যায় নিজ জন্মস্থান পেকুয়া উপজেলা সদরের পেকুয়া চৌমুহনী চত্বরে বিশাল গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ।</p>