<p>‘পদ্মা সেতু হয়ে যে রেল লাইন নির্মিত হয়েছে এটা মানুষের কতটা কাজে আসবে, নির্মাণে যে অর্থ ব্যয় হয়েছে সেটা কত দিনে উঠে আসবে, সেটি আমরা দেখবো।’ অন্তর্বর্তীকালীন সরকারের রেল উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণবঙ্গ থেকে ফেরার পথে মাওয়া রেলওয়ে স্টেশনে এসব কথা বলেন।</p> <p>সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পদ্মা রেল লিংক প্রকল্পে যে অর্থ ব্যয় হয়েছে তার সঙ্গে মানুষের উন্নয়নের খুব একটা যোগসূত্র দেখছি না। এর ব্যয় সম্ভাব্য সময়ে তোলা সম্ভব নয়। কারণ এ পর্যন্ত যে আয় উঠে এসেছে তা সম্ভাব্য আয়ের চেয়ে অনেক কম। তাছাড়া যশোর পর্যন্ত চালু হলেও যে আয় বাড়বে, তাও সম্ভাব্য আয়ের চেয়ে কম। এছাড়া মোংলা বন্দর থেকে যে মালামাল পরিবহন করে সম্ভাব্য আয় তুলে আনার সম্ভব হবে এখন সে অবস্থাও নেই। কারণ মোংলা বন্দরেও জাহাজ নেই।’</p> <p>অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগামী নভেম্বরে যশোর পর্যন্ত রেল চালু করা সম্ভব হবে।</p>