<p>লাকসাম থানা পুলিশ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ওইদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।</p> <p>উদ্ধারকৃত মরদেহটি ২২ থেকে ২৩ বছর বয়সী কোনো যুবকের বলে ধারণা করা হচ্ছে। মরদেহটিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে একটি কালো রংয়ের হাফ প্যান্ট এবং কালো রংয়ের শার্ট ছিল।</p> <p>লাকসাম থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যার একটু আগে স্থানীয় এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের দিকে হাঁটছিলেন। ওই সময় হঠাৎ তার নাকে প্রচণ্ড দুর্গন্ধ লাগে। এ সময় তিনি একটু এগিয়ে গিয়ে পাশেই একটি পরিত্যক্ত বাসার ভাঙা জানালা দিয়ে উঁকি মেরে দেখেন ভেতরে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে তিনি অন্যদের ব্যাপারটি জানালে তারা স্থানীয় সেনা ক্যাম্প ও লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। </p> <p>উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, লাকসাম থানা পুলিশের মাধ্যমে তিনি এ সংবাদটি জেনেছেন।</p> <p>তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের বাসা-বাড়িগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ ছাড়া, সম্প্রতি টানা বর্ষণে সৃষ্ট বন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তাঘাট এবং ভেতরের বাসা-বাড়িগুলো পানিতে ডুবে গেছে। </p> <p>তিনি আরো জানান, যে বাসার ভেতর মরদেহটি পাওয়া গেছে। সেটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরিত্যক্ত বাসা। বাসার সামনের দরজায় তালা লাগানো এবং বন্ধ। পেছনের দিকে একটি জানালা ভাঙা।</p> <p>স্থানীয় লোকজনের ধারণা,পরিত্যক্ত বাসাটিতে রাতের আঁধারে মাদকাসক্তরা ঢুকে আড্ডা এবং মাদক সেবন করতো। এ ঘটনাটি হয়তো কোনো মাদকাসক্তের কাজ।</p> <p>এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাব উদ্দিন খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহটি শনাক্তের চেষ্টা করছি। মামলার প্রক্রিয়া ও তদন্ত চলছে। তবে এখনো পরিচয় মিলেনি।</p>