<p>কুমিল্লার লাকসামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্ত অসহায় ৫২০টি পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।</p> <p>আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও চারআনি বাড়ি, বাগবাড়ি ও বাতাখালি পশ্চিমপাড়া এলাকায় বন্যার্ত অসহায় ১৭০টি পরিবার এবং আগেরদিন উপজেলার অন্যান্য এলাকার ৩৫০টি পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী এই উপহার সামগ্রী বিতরণ করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লাকসামে দায়িত্বরত কর্মকর্তা লে. কর্নেল খবির।</p> <p>এ সময় অন্যান্যদের মধ্যে সেনাসদস্যদের সহযোগিতা করেন লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক কমিশনার মো. ফজলুর রহমানের ছেলে মো. ফারুক হোসেন, আনোয়ার হোসেনসহ ওই এলাকার বেশ কিছু স্বেচ্ছাসেবক।</p> <p>লাকসাম উপজেলায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুর রহিম গত দুদিনে বন্যার্ত অসহায় ৫২০টি পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>স্বেচ্ছাসেবী মো. ফারুক হোসেন জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই এলাকার অধিকাংশ বাসিন্দা এমনিতেই অতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তার ওপর হঠাৎ টানা ভারি বর্ষণ ও উজানের পানি নেমে আসায় সৃষ্ট বন্যা এবং জলাবদ্ধতার কারণে বাড়ি-ঘর, রাস্তাঘাট ডুবে যায়। থেমে যায় তাদের দৈনন্দিন কাজকর্ম। এতে চরম দুর্ভোগসহ দুর্বিপাকে পড়েন ওইসব মানুষজন।</p> <p>তিনি আরো জানান, গত কয়েকদিনে পানি কিছুটা কমছে। তবে প্রবাহে অত্যন্ত ধীর গতি। এখনো অধিকাংশ বাড়ি-ঘরে মানুষ পানিবন্দি। নিম্ন আয়ের মানুষজনের রুজি-রোজগারের কোনো ব্যবস্থা নেই। ফলে তারা অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছেন।</p> <p>এ ব্যাপারে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুর রহিম মুঠোফোন কালের কণ্ঠকে বলেন, ‘আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও পশ্চিমগাঁও চারআনি বাড়ি, বাগবাড়ি এলাকায় এবং বাতাখালি পশ্চিমপাড়ায় ১৭০টি বন্যার্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া, আগেরদিন উপজেলার অন্যান্য এলাকার আরো ৩৫০টি পরিবারকে অনুরূপ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’</p> <p>তিনি আরো বলেন, ‘লাকসাম ছাড়াও মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট উপজেলার বন্যার্ত অসহায়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার কাজে দায়িত্বে নিয়োজিত। এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনায় মানবিকবোধ থেকে মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। সেনাবাহিনীর এ সেবা অব্যাহত থাকবে।’</p> <p>এদিকে চরম এ দুঃসময়ে অসহায় মানুষজনকে খাদ্য সহায়তা প্রদান করায় বন্যাপীড়িত স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।</p>