<p>অস্ত্রের মুখে জিম্মি করে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। </p> <p>শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চেয়ারম্যানের বসতবাড়িতে ঢুকে ডাকাতির এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</p> <p>সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম জানান, শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত দোতলা বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর প্রবেশের পর তারা দেশীয় অস্ত্র রামদা-চাপাতি ও ছুরি ঠেকিয়ে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ফেলে। এ সময় বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে রেখে মারধর করা হয়। পরে ঘরে থাকা কাঠের আলমারি ও সুকেশ ভেঙে প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।</p> <p>আজ শনিবার বিকেলে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল কালের কণ্ঠকে বলেন, চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমের বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে রাতেই টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। সকালে আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। তবে এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।</p>