<p>ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের সীমান্তে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ বিজিবির একটি টহল দল দেখে পালাতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।</p> <p>শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ‘বাংলাদেশ-ভারত’ সীমান্তের বানাইচিড়িংগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক জামগড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।</p> <p>তেলাখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিন বলেন, ভারত থেকে চুরাই পথে কয়েকজন ব্যক্তি গরু নিয়ে আসছিল। হঠাৎ তারা বিজিবির টহল দলের সামনে পড়ে যায় এবং টহল দল দেখে দিগ্বিদিক ছুটে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ২টি ভারতীয় গরু উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। </p> <p>এ ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্যাম্পের গেটের সামনে এসে হট্টগোল করে ক্যাম্পের দিকে ইট ও পাথর মারে এবং বিজিবি সদস্যদের গালিগালাজ করে। বিজিবির সদস্যরা ভেতর থেকে বের হলে ওই ব্যক্তিরা ক্যাম্পের সামনে থেকে চলে যায়। পরে শুনেছি ফসল রক্ষায় হাতির জন্য পেতে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে।</p> <p>স্থানীয়রা জানান, সরকার পতনের পর থেকেই এ সকল সীমান্তে প্রতিদিন অসংখ্য ভারতীয় গরু নিয়ে আসছে চোরাকারবারিরা। তারা এ কাজে অধিক অর্থের বিনিময়ে নিহত সোহাগের মতো যুবককে শ্রমিক হিসেবে গরু আনার কাজে ব্যবহার করে। </p> <p>হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>