<p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষের মনে যে ঘৃণা সৃষ্টি হয়েছে, তা আগামী ১০০ বছরেও দূর হবে না। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। </p> <p style="text-align:justify">মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের লুটপাট, দুর্নীতি, জুলুম নির্যাতন, গুম, খুন, আয়নাঘর,দখলবাজি ও চাঁদাবাজির কারণে তারা আজ শুধু ক্ষমতাচ্যুত হয়নি বরং বিতাড়িতও হয়েছে। তাই অর্জিত বিজয়কে অর্থবহ করতে দল-মত-নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার জন্য পরাজিত শক্তি বহুমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। </p> <p style="text-align:justify">উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম শামছুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দীন মানিক, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান প্রমুখ।</p>