<p>‘কয়লাদূষণ বন্ধ করো, পায়রা নদীর রক্ষা করো’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীতে নৌ শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।</p> <p>শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এশিয়া ডে অব অ্যাকশন কর্মসূচি উপলক্ষে উপজেলার খোট্টারচর এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটির আয়োজনে নৌ শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। </p> <p>এই কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কয়লাবিরোধী নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন।</p> <p>মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর কয়লা, ধোঁয়া ও বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে নদীতে ইলিশ কমে যাচ্ছে। এ ছাড়া নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্য প্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। তাই অবিলম্বে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পসহ সব কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে এবং পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানির বিকল্পগুলিতে বিনিয়োগসহ কয়লা নির্ভরতার অবসান শুধু পরিবেশের জন্যই নয়, এই অঞ্চলের জনস্বাস্থ্য এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা।</p> <p>এ সময় বক্তব্য দেন শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুলবাড়িয়া নদী ভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক সুলতান আহমেদ, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী মোস্তাফিজ, ইমরান হোসেন প্রমুখ।</p>