<p>বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ. ন. ম. শামসুল ইসলাম বলেছেন, শ্রমিক ময়দানে ইসলামী শ্রমনীতির প্রসারের জন্য একদল সুশৃঙ্খল ও আদর্শিক কর্মী বাহিনী প্রয়োজন। যারা সংগঠনের নীতি আদর্শকে ধারণ এবং শ্রমিক ময়দানে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করবে।</p> <p>শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কেরাণীগঞ্জের রয়েল পার্টি প্যালেসে ফেডারেশনের ঢাকা জেলা দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>জেলা সভাপতি দেওয়ান শহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসাইন, ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক নুরুল আমিন, সহকারী পরিচালক এস এম শাহজাহান, জেলার উপদেষ্টা অধ্যক্ষ শাহিনুর ইসলাম ও এ বি এম কামাল হোসেন প্রমুখ।</p> <p>শামসুল ইসলাম বলেন, সংগঠনের প্রাণ কর্মীরা। তাদের কাজের ওপর সংগঠনের অগ্রগতি নির্ভরশীল। কর্মীরা যখন সংগঠনের দাবি অনুযায়ী মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করে তখন সংগঠনের পরিকল্পনা বাস্তবরূপ লাভ করে। সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে। সংগঠন আগামীর পথে একধাপ এগিয়ে যায়। আর আমাদের সংগঠন মজবুত হওয়ার অর্থ হচ্ছে ঐ ময়দান থেকে জুলুমের অবসান ঘটবে। নির্যাতন-নিপীড়ন ও দুঃশাসনের সমাধি রচিত হবে।</p> <p>তিনি আরো বলেন, ‘আমাদের সমাজে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া সবচেয়ে সহজ। কেননা শ্রমিকের অধিকার কেড়ে নিলে কেউ কথা বলে না। বাধা দেয় না। বলে না কাজটি অন্যায় হয়েছে। শ্রমিকের সঙ্গে অন্যায় করে পার পাওয়া যায়। কারণ শ্রমিকরা সংগঠিত না। আজকে যদি শ্রমিকরা সংগঠিত থাকত তাহলে তাদের সঙ্গে কেউ অন্যায় আচরণ, নির্যাতন নিপীড়ন করতে পারত না। শ্রমিকের ন্যায্য মজুরি নিয়ে ছিনিমিনি খেলতে পারত না। শ্রমিকের ওপর অমানুষিক কাজের ভার চাপিয়ে দেওয়ার সাহস করত না।’</p> <p>শামসুল ইসলাম বলেন, ‘শ্রমিকের অধিকার রক্ষার জন্য শ্রমিকদের এগিয়ে আসতে হবে। শ্রমিকের অধিকার কেউ স্বেচ্ছায় দিবে না। শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে জুলুমকারী পালিয়ে যাবে। মালিকরা ন্যায্য মজুরি নিয়ে টালবাহানা বন্ধ করতে বাধ্য হবে। আমরা শ্রমিকদের আদর্শিক পতাকাতলে সমবেত করতে চাই। শ্রমিকদের আদর্শের ছায়াতলে নিয়ে আসার জন্য কর্মী ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য তাদের নিকট ইসলামের অনুপম আদর্শ তুলে ধরতে হবে। ইসলাম ছাড়া তাদের মুক্তি নেই এ কথা তাদের সামনে তুলে ধরতে হবে। শ্রমিকরা সহজ সরল মানুষ। তা আদর্শের দাওয়াত পেলে নিঃসন্দেহে সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসবে।’</p>