<p>মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীসহ তিনজনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গওলা গ্রামে এই ঘটনা ঘটে।</p> <p>দগ্ধ ব্যক্তিরা হলেন গওলা গ্রামের শারমিন আক্তার (৩০), তাঁর চাচি শিরিন আক্তার (৫৫) এবং চাচাতো ভাই রুবেল হোসেন (৩২)।</p> <p>জানা গেছে, দাম্পত্য কলহের জেরে গত সোমবার ছেলেকে নিয়ে শারমিন গওলা গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। গতকাল সকালে শারমিনের চাচার বাড়িতে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন হাসান। এ সময় চাচি শিরিন ও শারমিনের চাচাতো ভাই রুবেল তাঁকে উদ্ধার করতে গেলে তাঁদের শরীরেও কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন হাসান।</p> <p>প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তাঁদের তিনজনের শরীর আগুনে ঝলসে যায়। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিত্সার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত হাসান আলী পালিয়ে যান।</p> <p>সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p>