<p style="text-align:justify">আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের মালিকপক্ষ ছয়টি মামলা করেছে। এর মধ্যে পাঁচটি মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১ হাজার ৯১০ জনকে আসামি করা হয়েছে। অন্য একটি মামলায় অজ্ঞাতপরিচয়দের আসামি করা হলেও সংখ্যা উল্লেখ নেই। </p> <p style="text-align:justify">শনিবার (১৪ সেপ্টেম্বর) শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">মামলার বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, শ্রমিক অসন্তোষকে ঘিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত কয়েক দিনে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা করা হয়েছে। মামলায় উচ্ছৃঙ্খল শ্রমিকসহ বহিরাগত (অজ্ঞাত) অন্তত দুই সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। </p> <p style="text-align:justify">এসব মামলা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।</p>