<p>কুমিল্লার লাকসামে রবিবার (১৫ সেপ্টেম্বর) মো. ওমর ফারুক নিলয় (২১) নামে এক শিক্ষার্থী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী পার্শ্ববর্তী লালমাই উপজেলার বাকই (উত্তর) ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মো. হানিফ মিয়া ও মোহনপুর আলিম মাদরাসার শিক্ষিক মাহবুবা বেগমের ছেলে। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।</p> <p>ওইদিন সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম পৌর শহরের চাঁদপুর রেল গেট সংলগ্ন নশরতপুর এলাকার মৌসুমী ফার্নিচারের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।</p> <p>লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর আলম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো. ওমর ফারুক নিলয় একটি মোটরসাইকেলে করে লাকসাম থেকে বাড়ি যাচ্ছিল। হঠাৎ ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী নিলয় সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনারস্থলেই মারা যান।</p>