<p>বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো, রুবেল মিয়া (৩২) নামের এক ড্রেজার সুপারভাইজারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমতলী পৌর শহরের ১নং ওয়ার্ডের ওয়াবদা এলাকায় পায়রা (বুড়িশ্বর) নদীর পাড়ে ওই দুর্ঘনাটি ঘটে।</p> <p>নিহত রুবেলের বাড়ি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে। তার বাবার নাম মো. ওয়াহাব সরদার। নিহত রুবেল স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।</p> <p>নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিহত মো. রুবেল মিয়া আমতলীর একটি বালু উত্তোলনের বলগেটে (ড্রেজার) সুপারভাইজারের চাকরি করতেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই বলগেটটিতে কারিগরি ত্রুটি মেরামতের জন্য বৈদ্যুতিক লাইট ঠিক করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তখন বলগেটে কর্মরত অন্যান্য শ্রমিকরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।</p> <p>নিহতের ছোট ভায়রা ভাই মো. রিয়াজ মিয়া বলেন, আমার বড় ভায়রা রুবেল মিয়া আমতলীর একটি বলগেটে সুপারভাইজারের চাকরি করতেন। বালু আনলোড করে সন্ধ্যার পরে বলগেটের কারিগরি ত্রুটি মেরামতের জন্য বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী সাকওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি জেনেছি, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। </p>