<p>কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ মো. মাসুদ আলম (২৩) নামের এক সন্ত্রাসী আটক হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চলা এ অভিযানের সময় ওই সন্ত্রাসীর কাছ থেকে ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। </p> <p>সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মাসুদ আলম কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আহসান উল্লার ছেলে।</p> <p>যৌথ বাহিনী সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারীকে আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। সোমবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে মাসুদ আলম নামের ওই সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। </p> <p>সোমবার সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুল হক জানান, সন্ধ্যায় ওই সন্ত্রাসীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে। </p>