<p>ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় মো. আদিল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চিনাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।</p> <p>আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের জাহের মিয়ার ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য। দুর্ঘটনায় আহত দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এতে ট্রেন চলাচলে তেমন ব্যাঘাত ঘটেনি।</p> <p>প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, নিহত আদিল তার দুই বন্ধুকে নিয়ে শশুর বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম এক্সপ্রেসে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই আদিল মারা যান। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কিছু সময় অনির্ধারিত যাত্রা বিরতি দিয়ে ছেড়ে যায়।</p>