<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নাম ব্যবহার করে ভুয়া সমন্বয়ক সেজে ব্যক্তিগত ও পারিবারিক আক্রোশে সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রসহ নিরপরাধ মানুষের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের মেইন রোডে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে।</p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক নেই। কিন্তু আন্দোলনের সমন্বয়ক দাবি করে দেশের এই পরিস্থিতিকে পুঁজি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য গত ৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলা উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৩)-কে সমন্বয়ক পরিচয় দিয়ে মামলাটি করে। </p> <p style="text-align:justify">তারা বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের বেশির ভাগই নিরপরাধ সাধারণ মানুষ ও ছাত্র। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাই ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মামলা থেকে নিরপরাধ ব্যক্তি ও ছাত্রদের অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।</p> <p style="text-align:justify">এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র জুবায়ের আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল হাসান, রাহান আহমেদ, ইমন, আব্দুল্লাহ, আজাহারুল ইসলাম ও ইসমাঈল জাদিব প্রার্থীব প্রমুখ।</p>