<p>নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।</p> <p>মানববন্ধনে আলীরটেক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশা প্রধান বলেন, সারাদেশের সব চেয়ারম্যান যখন পালাতক ঠিক সেই সময়ে সে বহাল তবিয়তে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা অতি দ্রুত জাকির চেয়ারম্যানের পদত্যাগ চাই।  </p> <p>মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ও ওসমান পরিবারের দোষররা আলীরটেক বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আমরা আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তার বদলে আলীরটেক ইউনিয়নের প্রশাসক নিয়োগের জোর দাবি জানাচ্ছি।’</p> <p>এ বিষয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হচ্ছে সকল অভিযোগ মিথ্যা। আমি কখনো আওয়ামী লীগ করি নাই। আমি নির্বাচনের পরে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেছি নৌকা প্রতীক না পেলে আমি বেশি ভোট পেতাম। ক্ষমতাসীন দলের এমপিদের দ্বারা আমি নির্যাতিত হয়েছি। আমার বিরুদ্ধে যারা মানববন্ধন করেছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’</p>