<p>সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সবুজ আলী সেখ (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।  </p> <p>নিহত সবুজ উপজেলার রশিদপুর পূর্বপাড়ার আব্দুস সালাম সেখের ছেলে। তিনি মুন্সীগঞ্জে আকিজ গ্রুপে চাকরি করতেন। ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।</p> <p>স্বজনদের বরাত দিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানান, সবুজের ভাই ফিরোজ বরেন্দ্র এক্সপ্রেস পরিবহনের চেকার হিসেবে কাজ করেন। ফিরোজ অসুস্থ থাকায় তার পরিবর্তে ছোট ভাই সবুজ ডিউটিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে সবুজের স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। তখন বিষয়টি অন্য বাসের চেকারদের জানালে অনেক খোঁজাখুঁজির পর ধোপাকান্দি এলাকার ইটভাটার পাশে আহত অবস্থায় সবুজকে পাওয়া যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তোফাজ্জলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন রাখলেন মেহজাবীন চৌধুরী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/20/1726829660-26d9ece0b3102708622a53ef56cd9fad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তোফাজ্জলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন রাখলেন মেহজাবীন চৌধুরী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/09/20/1427231" target="_blank"> </a></div> </div> <p>সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ বলেন, সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।</p>