<p>বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সব চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।</p> <p>মানববন্ধনে বক্তব্য দেন সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মহিউদ্দিন মোশাহেদুল্লাহ, লাইন টেকনিশিয়ান আকবর হোসেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি শাখার ডিজিএম মাসুদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. এমদাদ উল্যাহ, ওয়ারিশ পরিদর্শক সালাম জাবেদ, জুনিয়র প্রকৌশলী আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।</p> <p>তারা বলেন, বৈষম্যমুক্ত নতুন দেশ গড়ার প্রত্যয়ে অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি সেক্টর সংস্কারের ঘোষণা দিয়েছে। ২৬ সেপ্টেম্বর একটি সভা অনুষ্ঠিত হলেও আরইবির পক্ষ থেকে রিফর্মসংক্রান্ত কোনো প্রস্তাব করা হয়নি। এ ছাড়া আর্থিক জটিলতা না থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়েও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ত্বরিত সমাধানে অনীহা প্রকাশ করেছে তারা। শুধু তা-ই নয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ দেশের নীতিনির্ধারণী পর্যায়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হচ্ছে।</p> <p>বক্তারা অভিযোগ আরো করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য, শোষণ, নির্যাতন ও নিপীড়ন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তি এবং দেশের ১৪ কোটি মানুষের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিতের লক্ষ্যে তাদের এ কর্মসূচি বলে জানিয়েছেন তারা। মানববন্ধন শেষে দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করেন বিক্ষোভকারীরা।</p>