<p>দুই বছর প্রেম এবং ছয় বছর সংসার করার পর বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করেন দামুড়হুদা উপজেলার দর্শনার রুদ্রনগরের সবুজ মিয়া নামের এক যুবক। মঙ্গলবার (১ অক্টোবর) দেড় মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।</p> <p>২৯ সেপ্টেম্বর স্ত্রীর দেওয়া তালাকনামা হাতে আসে সুরুজ মিয়ার। এরপর সবুজ নিজের অতীত ভুল ছিল মনে করে দেড় মণ দুধ দিয়ে গোসল করে শুদ্ধতা অর্জন করেছেন বলে জানান।</p> <p>সবুজ মিয়া বলেন, ‘স্ত্রীর অশান্তির কারণে আমি তাকে নিয়ে ঢাকা চলে যাই। ঢাকাতে প্রায় সাড়ে ৪ বছর বেশ ভালোই ছিলাম। তারপর আবার গ্রামের বাসায় ফিরে আসি আমরা। গ্রামে আসার পর থেকে আবার শুরু হয় অশান্তি। আমাকে মানসিকভাবে অশান্তি দিতে শুরু করে আমার স্ত্রী। কিন্তু আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক সহ্য করি।’</p> <p>তিনি আরো বলেন, ‘রবিবার আমাদের ডিভোর্স হয়েছে। এ কারণে আমি আজ দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলাম। আজ আমি খুব খুশি এবং পাপমুক্ত হলাম। কারণ দীর্ঘ দেড় বছর আমার নামে মিথ্যা মামলা দেওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।’</p> <p>স্থানীয়রা জানায়, সবুজ মিয়া চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রুদ্রনগর গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে। প্রেম করে চুয়াডাঙ্গা শহরের কানা পুকুরপাড়ায় বিয়ে করেছিলেন তিনি। </p> <p>স্থানীয়রা আরো জানায়, সবুজ মিয়া প্রেম করে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে এ পর্যন্ত কোনোভাবেই তার মা-বাবার সঙ্গে একসঙ্গে সংসার করতে তার স্ত্রীকে রাজি করাতে পারেননি তিনি। দীর্ঘদিন ধরে তিনি মানসিক অশান্তির পর আবার প্রায় দেড় বছর মামলা চালাতে হয়েছে।</p>