<p>শেরপুরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে ডুবে মোছা. জিনিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গত চার দিনে দুই নারী ও এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।</p> <p>সোমবার (৭ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার কলসপাড় এলাকায় ওই শিশুর মৃত্যু হয়। সে শেরপুর সদরের গাজীরখামার এলাকার জামাল উদ্দিনের মেয়ে। </p> <p>পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, সোমবার সন্ধ্যা ৬টায় নালিতাবাড়ী বাজার পয়েন্টে ভোগাই নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার এবং চেল্লাখালি নদী বাতকুচি পয়েন্টে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী এক-দুই দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে।</p>