<p>চারজনেরই পরিচয় ফেসবুকে। তাঁদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। এরপর সীমানা পেরিয়ে বাংলাদেশের রাজশাহী জেলার তানোরে এসে বিয়ে করেন ফিলিপিন্সের দুই তরুণী।</p> <p>এই দুই দম্পতি হলেন তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাকিবুল ইসলাম (২২) ও ফিলিপিন্সের জাম্বোয়াঙ্গা উপদ্বীপ অঞ্চলের খাদিজা ইসলাম (২২) এবং একই উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের রেজাউল করিম (৩৩) ও ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপের পশ্চিম অংশ বাগো শহরের মরিয়ম খাতুন (৩২)। </p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ফেসবুকে রাকিবুল ইসলামের সঙ্গে পরিচয় হয় খাদিজা ইসলামের। খাদিজা তখন সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। গত ৫ অক্টোবর খাদিজা সৌদি থেকে বাংলাদেশে এসে পরদিন মুসলিম রীতিতে বিয়ে করেন রাকিবুলকে। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবার।</p> <p>এদিকে একই উপজেলার মালশিরা গ্রামের রেজাউল করিম ও মরিয়ম খাতুন দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানেই দুজনের পরিচয় ও বন্ধুত্ব। প্রায় তিন মাস আগে মরিয়ম বাংলাদেশে এসে রেজাউলকে মুসলিম রীতিতে বিয়ে করেন।</p> <p>খাদিজা ও মরিয়ম বলেন, ‘সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখী হতে পারি।’</p> <p>তানোর থানার ওসি মিজানুর রহমান এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, ‘ভিনদেশি ওই দুই তরুণীর যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’</p>