<p>চাঁদপুরে গত ৫ আগস্ট বিকেলে গণপিটুনিতে নিহত আলোচিত ইউপি চেয়ারম্যান ‘বালুখেকো’ সেলিম খানের খোয়া যাওয়া বিদেশি পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী। সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপদী গ্রামের বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রটি উদ্ধার করা হয়।</p> <p>এদিন গোপন সংবাদের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন ও চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। পরে আমেরিকার তৈরি নাইন এমএম পিস্তলটি ছয় রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।</p> <p>সদর মডেল থানায় রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতার হাতে মারা যান সেলিম খান। সঙ্গে তার ছেলে চিত্রনায়ক শান্ত খান নিহত হন। ওই ঘটনার পর সেলিম খানের বৈধ দুটি অস্ত্রের মধ্যে কয়েক দিন আগে একটি এবং সবশেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় আরেকটি অস্ত্র উদ্ধার করা হলো। পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার হওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছে।</p> <p>পুলিশ সুপার আরো জানান, সেলিম খান যে জায়গায় নিহত হয়েছেন, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাঁশঝাড়ে খোয়া যাওয়া অস্ত্রটি কিভাবে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। চাঁদপুরে অনেকের কাছেই সে সময় বৈধ অস্ত্র ছিল। তবে সরকারের ঘোষণার পর সেগুলো জমা পড়ে। কিন্তু একমাত্র এই অস্ত্রটি খোয়া যাওয়ায় জমা পড়েনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেলিম চেয়ারম্যান ও তার ছেলে নায়ক শান্তসহ পাঁচজন নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/06/1722886885-8467c6d1184896fca69ee43723e50c21.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেলিম চেয়ারম্যান ও তার ছেলে নায়ক শান্তসহ পাঁচজন নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/06/1412125" target="_blank"> </a></div> </div> <p>চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সেলিম খান। স্থানীয় আওয়ামী লীগ নেতা ছাড়াও তার পরিচিতি ছিল পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য। তাই বালুখেকো সেলিম খান নামেও তার পরিচিতি ছিল। গত ৫ আগস্ট চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার এলাকা দিয়ে গাড়িতে করে পালানোর সময় সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়েন। তবে জনরোষ থেকে বাঁচতে গুলি ছুড়েও শেষ রক্ষা হয়নি তাদের। নির্মম গণপিটুনিতে প্রাণ হারাতে হয় তাদের।</p>