<p>দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, দারিদ্র্যও এক ধরনের দুর্যোগ। দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোর জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছে সরকার। এ জন্য ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাবও তৈরি হয়েছে।</p> <p>বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে রাত ৮টার দিকে ঘণ্টাব্যাপী এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি দেখা এবং পুনর্বাসন সম্পর্কে দিকনির্দেশনা দিতে তিনি শেরপুর সফরে আসেন। সভায় তিনি পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের সবাইকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।</p> <p>পরিসংখ্যান ব্যুরোর তথ্য উল্লেখ করে ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেন, ‘প্রায় ৭৫টা উপজেলাতে দারিদ্র্যের হার পঞ্চাশের ওপরে, অথচ দারিদ্র্যের হার দেখানো হয় ২০ ভাগ। আগে দারিদ্র্যকে ঢেকে রাখা হতো। আমরা এখন যে সত্য এবং বাস্তবটাকে সবার সামনে উন্মোচিত করে সেটাকে দূরীভূত করতে চাই। আমাদের প্রজ্ঞা, মেধা, সামর্থ্য, আর্থিক অবস্থা, আমাদের প্রযুক্তি দিয়ে যেভাবেই সম্ভব, আমরা এই অবস্থার উত্তরণ ঘটাতে চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729150226-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436075" target="_blank"> </a></div> </div> <p>আমরা দরিদ্রতাকেও একটি বড় দুর্যোগ হিসেবে দেখছি উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোতে কর্মসংস্থানের অভাব আছে, সে কারণে প্রোটিনের অভাব আছে। তাদের বাচ্চারা ম্যালনিউটেশনে (অপুষ্টিজনিত সমস্যা) ভুগছে। সব মানুষই ম্যালনিউট্রেশনে ভুগছে। ফলে মেধার ঘাটতি আসছে, আমরা বিপর্যস্ত হচ্ছি মানবসম্পদের দিক থেকে। এ জন্য দরিদ্রতাকে আমরা দুর্যোগ হিসেবে অভিহিত করছি এবং সেখানেও আমরা এড্রেস (নজর) করছি, যাতে এ ধরনের ম্যালনিউট্রেশন থেকে ওই জনগোষ্ঠীকে বের করে আনতে পারি। তার জন্য প্রকল্প প্রস্তাব করা হয়েছে। যাতে আমরা তাদেরকে আর্থিকভাবে, তাদের জন্য খাদ্য সহায়তা এবং কর্ম সহায়তা দিয়ে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে পারি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭ মোটরসাইকেল জব্দ, আটক ১২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729227696-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭ মোটরসাইকেল জব্দ, আটক ১২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/18/1436394" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘প্রাতিষ্ঠানিক এবং অন্য যেসব প্রচলিত অবস্থা আছে, সেগুলো সংস্কারের চেষ্টা করছি। এ সংস্কারের অভিযাত্রায় সবাইকে জানানোর জন্য, মানস গঠনে ভাবার জন্য, আমাদের চিন্তার সঙ্গে সবার চিন্তার সমন্বয় ঘটানোর জন্য আমার এ জায়গায় ছুটে আসা। শেরপুর জেলার মতো এ ধরনের বন্যা আরো হতে পারে, সেগুলো সম্পর্কে আগাম ধারণা নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে। আমাদেরকে স্থানীয় অভিজ্ঞতার আলোকে সবাইকে নিয়ে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে টেকসই কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে।’</p> <p>অন্তর্বর্তী সরকারে থাকার বিষয়ে ফারুক-ই-আজম বলেন, ‘এখানে থেকে যাওয়ার কোনো উচ্চাভিলাষ আমাদের নেই। কিন্তু একটা প্রবল ইচ্ছা আছে পরিবর্তনযাত্রায় আপনাদের সাথি হওয়ার। আমরা সবাই মিলেই যাতে আরেক ধরনের ব্যবস্থার মধ্যে যেতে পারি, যেখানে স্বয়ংক্রিয়ভাবেই যেন জবাবদিহি হয়ে যায়। এটা অন্যভাবে, অন্য কেউ, কারো ওপর যেন আরোপিতভাবে না হয়। ভবিষ্যতে রাজনীতিতে যারা আসবে, তারাও এই সংস্কারের মধ্য দিয়েই যাবে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে এই পূর্বাবস্থায় আবার যেতে হবে। আমরা আর পূর্বাবস্থায় ফিরে যাব না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের ছেলের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729226525-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের ছেলের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/18/1436391" target="_blank"> </a></div> </div> <p>জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময়সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেলার বন্যার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন এবং পুনর্বাসন প্রস্তাব ও প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।</p> <p>এদিকে আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বন্যায় ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।</p> <p>অক্টোবর মাসের শুরুর দিকে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুর জেলায় কৃষি, মৎস্য, গবাদি পশুর ক্ষয়ক্ষতিসহ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, নদীভাঙন, বাঁধ, ঘরবাড়ি, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রায় হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।</p>