<p>ঢাকার সাভারে একটি নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।</p> <p>নিহতরা হলেন- সাভারের হেমায়েতপুরের ঝাউচড়ের দক্ষিণ মেইটকা গ্রামের রাজমিস্ত্রি আনিসুল হক (৪০) ও সাদিকুল ইসলাম (৩৯)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অর্থাভাবে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া স্মৃতির উচ্চ শিক্ষা অনিশ্চিত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729241660-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অর্থাভাবে গোল্ডেন জিপিএ ৫ পাওয়া স্মৃতির উচ্চশিক্ষা অনিশ্চিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/18/1436430" target="_blank"> </a></div> </div> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে প্রবাসী লাল মিয়ার নির্মীয়মাণ সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে খুঁজতে অপর শ্রমিকও সেপটিক ট্যাংকে নামেন। এরপর দুজনেরই কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।</p> <p>সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ‘সেপটিক ট্যাংকে নেমে মৃত দুইজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’</p>