<p>‘উদ্যোক্তা পদ’ বাতিল করে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে পদায়ন ও বিতাড়িত কর্মীদের পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।</p> <p>আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বিভাগের শতাধিক উদ্যোক্তা প্লাকার্ড ও ফেস্টুন হাতে এ কর্মসূচিতে অংশ নেন।</p> <p>বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, বাংলাদেশের ৪৫৭৮টি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালিত চুক্তিপত্রে নিষিদ্ধ শ্রম (যা ১৯৭২ সালের সংবিধানের ৩৪/১ অনুযায়ী) বাতিল করে সরাসরি শূন্যপদ পূরণ করে নিয়োগ দিতে হবে এবং তা রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।</p> <p>তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত উদ্যোক্তা পদ বাতিল করে সরকারি নিয়ম অনুযায়ী ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে পদায়নের দাবি জানিয়েছি। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। নিষিদ্ধ শ্রমে থাকা অবস্থায় অনেকেই চেয়ারম্যন, মেম্বারের মাধ্যমে জোরপূর্বক বিতাড়িত হয়েছে। বর্তমানে কর্মরতদের পাশাপাশি তাদের পুনর্বহাল করতে হবে এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সুষ্ঠুভাবে বসার ব্যবস্থা করতে হবে। </p> <p>সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যোবায়ের হোসেন বলেন, ইউডিসির জাতীয় পরামর্শক হিসেবে গত ১৪ বছরে এটুআই-এর দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তা বিভিন্ন প্রকল্প ও প্রশিক্ষণের নামে যে অর্থ ব্যয় করেছে, এর সুষ্ঠু তদন্ত করতে হবে এবং অভিযুক্ত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে।</p> <p>তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ইউডিসিতে প্রতি বছর অডিট কার্যক্রম করতে হবে।</p> <p>সংগঠনটির রংপুর জেলা কমিটির সভাপতি মোখলেছার রহমান বলেন, আজ থেকে ৩৯ বছর আগে সংবিধানে আমাদের পদ তৈরি করা হয়েছে। কিন্তু এটুআই সংবিধানকে উপেক্ষা করে আমাদের উদ্যোক্তা পদ দিয়ে রেখেছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। </p>