<p>খুলনার খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজের আলোচিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন বিচারক।</p> <p>মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আ. ছালাম এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে ১৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রোমানা তানহা রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।<br />  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আদালতে কেঁদে কেঁদে যা বললেন ব্যারিস্টার সুমন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729593930-13932b00971ba922a7da2bce880a72ad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আদালতে কেঁদে কেঁদে যা বললেন ব্যারিস্টার সুমন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/22/1437915" target="_blank"> </a></div> </div> <p><br /> সাজাপ্রাপ্তরা হলেন, সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, রওশন আনিজি অন্তু‘, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে চোরা আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, তুষার আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, ইয়াছির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, সাকিব শেখ ও নাঈমুর রহমান ফাহিম। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. তুষার, রায়হান, রুনু হাওলাদার, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু ও সালমান বেকসুর খালাস পেয়েছেন।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিঙ্গাপুরে পাঠানো হলো গুলিবিদ্ধ শিশু মুসাকে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729592822-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিঙ্গাপুরে পাঠানো হলো গুলিবিদ্ধ শিশু মুসাকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/22/1437909" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, ২০২০ সালের ১৯ আগস্ট হাজী মুহাম্মাদ মুহাসীন কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান অভিযুক্তরা ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় হাসিবুরের বন্ধু জোবায়ের ও রানাও গুরুতর আহত হন। এছাড়া বিভিন্ন সময় অভিযুক্তরা নিহতের বাবাকে হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে তিনি জীবন রক্ষার জন্য খুলনা ত্যাগ করেন।<br />  <br /> পুলিশ ঘটনাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ২৬ জনকে আসামি করে খালিশপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।</p> <p>নিহত হাসিবুর রহমান হাসিবের পিতা হাবিবুর রহমান মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলাম। ওরা আমাদের জীবন শেষ করে দিয়েছে। আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।</p>