<p>যশোরের মণিরামপুরে অর্ধশত চুইঝালের (চুইসহ) গাছ চুরি হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে মুন্সী খানপুর গ্রামের মান্নানের মেহগনি বাগান থেকে চুইগাছ চুরি হয়।</p> <p>স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে স্থানীয় তরুণ মাসুদুর রহমান সবুজ কৃষিতে উচ্চ শিক্ষা নিয়ে চাকুরির পেছনে না ঘুরে চুঁই চাষ শুরু করেন। তিনি এলাকার বেকার যুবকদের সঙ্গে নিয়ে গঠন করেন সমবায় সমিতি। তারা সেই সমিতির মাধ্যমে শুরু করেন মসলা জাতীয় ফসল চুইঝালের আবাদ। গড়ে তোলেন খানপুর চুইঝাল পল্লী। অন্তত সাত গ্রামের পতিত জমি ও গাছের জমি লিজ নিয়ে চুঁই ঝাল চাষ করেন তারা। </p> <p>সবুজ বলেন, অন্তত সাড়ে তিন বছর ধরে চুইঝালের গাছগুলো সন্তানের ন্যায় লালন পালন করছি। মঙ্গলবার সকালে বাগানে গিয়ে দেখি চুইঝালের (চুইসহ) গাছগুলো চুরি হয়ে গেছে। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। </p> <p>মণিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার বলেন, চুইঝাল চাষি সবুজকে থানায় জিডি বা অভিযোগসহ ও চুইঝাল বাগান পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছি। </p> <p>মণিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>