<p>চাঁদাবাজি মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদারের করা চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু, ফরহাদ শরীফ ও এস এম সজীব শরীফ।</p> <p>বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, ‘গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় চারজনকে সেনাবাহিনী আটক করে থানা হেফাজতে দিয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধোপাজান চলতি নদী থেকে ১৩ কোটি টাকার মালামাল জব্দ, আটক ৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729664185-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধোপাজান চলতি নদী থেকে ১৩ কোটি টাকার মালামাল জব্দ, আটক ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/23/1438235" target="_blank"> </a></div> </div> <p>বাদী জামিল শিকদার তার মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি টরকী বন্দরের ফ্লাক্সিলোড ব্যবসায়ী। বিবাদীরা তাকে দীর্ঘদিন ধরে ভয়-ভীতি দেখাচ্ছেন- তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাই সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে দেখা করতে হবে। একই সঙ্গে তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে বিবাদীরা মারধর করেন। এরপর তিনি গৌরনদী থানায় মামলা দায়ের করলে সেনাবাহিনী বিবাদী চারজনকেই আটক করে।</p>