<p>ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে বরগুনার উপকূলীয় এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা বাতাস শুরু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা বাতাস শুরু হয়।</p> <p>এ দিকে বরগুনার আকাশ ঘনকালো মেঘে রয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির সাথে রয়েছে দমকা বাতাস। বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি একফুট বৃদ্ধি পেয়েছে। নদী উত্তাল রয়েছে।</p> <p>বরিশাল আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার গভীর রাত থেকে উপকূলে বৃষ্টি হচ্ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানায় রূপ নিচ্ছে। এর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত শুরু হয়েছে। বরিশাল উপকূলীয় অঞ্চলে ৪ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।</p>