<p style="text-align:justify">পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানাতে পরিণত হয়েছে। এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।</p> <p style="text-align:justify">বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে হাতিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।</p> <p style="text-align:justify">হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা জানান, ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত চলার সঙ্গে সঙ্গে হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে হাতিয়াসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘূর্ণিঝড় ‘ডানা’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729671252-f80a35f1f67076301243ed492638e067.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘূর্ণিঝড় ডানা : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438260" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলাতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। এ কারণে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।</p> <p style="text-align:justify">অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভোর থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমেছে। তবে আকাশে দিনভর গোমট ভাব দেখা গেছে।</p>