<p>ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার খোলাসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এসব শেল্টারে ৩ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় ৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে। অন্যদিকে ‘ডানা’র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদাবাজি-টেন্ডারবাজি-জমি দখল থেকে সবজির আড়তেরও নিয়ন্ত্রণ নেন জাহিদ মালেক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729686792-626fc204c1e9e80f61cb36459a57e178.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদাবাজি-টেন্ডারবাজি-জমি দখল থেকে সবজির আড়তেরও নিয়ন্ত্রণ নেন জাহিদ মালেক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/23/1438335" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> খুলনা জেলা প্রশাসকের দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন আশ্রয় নিতে পারেন। এসব শেল্টারে ৩ লাখ ১৫ হাজার ১৮০ জন আশ্রয় নিতে পারবে। এ ছাড়া তিনটি মুজিবকিল্লায় ৪৩০ মানুষ আশ্রয় ও ৫৬০টি গবাদি পশু রাখা যাবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনা খাবার ও ওষুধ। স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকায় এক দিনে ১৮০২ মামলা, ৭২ লাখ টাকা জরিমানা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729686689-43de6c7b4c57a06cf47afc094c3c8192.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকায় এক দিনে ১৮০২ মামলা, ৭২ লাখ টাকা জরিমানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/23/1438332" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। এসব উপজেলায় প্রস্তুত থাকবে ৫ হাজার ২৮০ স্বেচ্ছাসেবক।</p> <p>খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জেলা প্রশাসনের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় ১০-১২ কিলোমিটার বেড়িবাঁধ দুর্বল রয়েছে। তবে এই আবহাওয়ায় বাঁধগুলো এখন মেরামত করা সম্ভব নয়। তাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সতর্ক নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729686464-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438331" target="_blank"> </a></div> </div> <p><br /> খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উপকূলীয় এলাকায় পৌনে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আরো বাড়তে পারে।</p>