<p style="text-align:justify">ঘূর্ণিঝড় ডানা'র প্রভাবে গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতভর বৃষ্টি হয়েছে মোংলা উপকুলীয় এলাকায়। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করে স্বাভাবিক অন্য দিনের মতো ইপিজেডসহ বিভিন্ন ফ্যাক্টরীতে কাজে যোগ দিচ্ছেন মানুষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বঙ্গভবনের নিরাপত্তা আরো জোরদার করছে সেনাবাহিনী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729747762-c75cd2807b0db9b5697fceab94a8286e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বঙ্গভবনের নিরাপত্তা আরো জোরদার করছে সেনাবাহিনী</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/24/1438611" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">মোংলা বন্দর কর্তৃপক্ষ গতকাল বুধবার প্রস্তুতিমুলক সভা করেছে। সতর্ক অবস্থায় থেকে বন্দরে অবস্থানরত বানিজ্যিক জাহাজ ও জেটিতে বানিজ্যিক কার্যকম স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। তবে বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে পণ্য উঠা-নামা ও খালাস কাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অফিসের সঙ্গে মিল রেখে তাদের নিজস্ব অ্যালাট-১ জারি করা হয় বুধবার।</p> <p style="text-align:justify">কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, আবহাওয়া অফিস যখন তাদের সিগনাল বাড়াবে তখন মোংলা বন্দরও যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।  তবে বন্দরের নিজ্বস্ব টুইন জাহাজ, পানির বোর্ড, ও পাইলট বোর্ডগুলো জেটিতে নিরাপদে রাখা হয়েছে। লাইটার গুলোকে নিরাপদে থেকে চলাচল করতে বলা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ভারতের কাছে ঘূর্ণিঝড় ডানা, পশ্চিমবঙ্গে বিমান চলাচল বন্ধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729747557-2111d3577b6c7120ed0cd6b279cb6bf7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ভারতের কাছে ঘূর্ণিঝড় ডানা, পশ্চিমবঙ্গে বিমান চলাচল বন্ধ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/24/1438610" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">মোংলা বন্দর জেটিতে নিরাপদে রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুইটি যুদ্ধজাহাজ। বুধবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে বিএনএস শাপলা ও বিএনএস শৈবাল নামক জাহাজ দুটি ভিড়ে। এ ছাড়া বিএনএস প্রত্যাশা ও বিএনএস স্বাধীনতা নামে আরো দুটি যুদ্ধজাহাজ মোংলা নৌঘাঁটিতে নিরাপদে নোঙর করেছে। </p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার সকালে দেখা যায়, মোংলা নদী ও পশুর নদীর পানি স্বাভাবিক রয়েছে। নদীতে লাইটার ও ট্রলার চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে সুন্দরবনের পর্যটন কেন্দ্রীক সকল নৌযান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আজ বিশ্ব ডলফিন দিবস : অস্তিত্ব সংকটে স্বাদুপানির ডলফিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729746962-1b182c84d77bb7422ce531e7f35e86d3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আজ বিশ্ব ডলফিন দিবস : অস্তিত্ব সংকটে স্বাদুপানির ডলফিন</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/24/1438609" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিক্যাল টিম গঠন, ফায়ার সার্ভিস প্রস্তুত, কোস্ট গার্ডকে প্রস্তুত, শুকনা খাবার প্রস্তুত ও ১০৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখে মনিটরিং সেল গঠন করা হয়েছে। </p>