<p style="text-align:justify">৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সংগঠনবিরোধী নানা অপকর্মে জড়িয়ে পড়েন বিএনপি নেতা আব্দুল লতিফ সরকার। এবার এসব অভিযোগে ফেঁসে গেলেন তিনি। জেলা বিএনপি তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতিপ্রাপ্ত আব্দুল লতিফ সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729835679-597385730ca645d87ef012cb3a5dbae0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/25/1438992" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়।  </p> <p style="text-align:justify">বিএনপি নেতা শেখ মো. এনামুল হক বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা আব্দুল লতিফ সরকার এলাকায় চাঁদাবাজি, ফুলজোড় নদী খনন প্রকল্পের উত্তোলিত বালু অবৈধভাবে দখল ও বিক্রি এবং এক শিক্ষককে অন্যায়ভাবে মারধরসহ সংগঠনবিরোধী নানা অপকর্মে জড়িয়ে পড়েন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729837128-54ae7c068c0d8c99aab598cf06ab5bfc.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/25/1438995" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে সম্প্রতি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।</p>