<p style="text-align:justify">ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে মো. মামুন শেখ (৩২) নামে এক কনস্টেবলসহ দুজনকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটকের সময় ওই পুলিশ কনস্টেবল সিভিল পোশাকে থাকলেও তার কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত অন্য ব্যক্তি পৌর শহরের আলিপুর এলাকার বাসিন্দা আরাফাত রহমান আগুন (২৮)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নানা অপকর্মে ফেঁসে গেলেন বিএনপি নেতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729837245-c8f414ec8b13889ef3ff931a99f05041.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নানা অপকর্মে ফেঁসে গেলেন বিএনপি নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1438996" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। আটক পুলিশ সদস্য সম্প্রতি ফরিদপুর কোতোয়ালি থানা থেকে ঢাকায় বদলি হন। তবে তিনি বদলি হওয়ার পর চাকরিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।</p> <p style="text-align:justify">থানা সূত্রে জানা যায়, আটককৃত পুলিশ কনস্টেবল মামুন শেখকে গত ১৫ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানা থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। দুই দিন পরেই তাকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729835679-597385730ca645d87ef012cb3a5dbae0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/25/1438992" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বাইপাস সড়ক এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আটকে রেখেছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরো ৫ প্রসিকিউটর নিয়োগ পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729835167-3233873978565c1cf5208c99df2d0515.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরো ৫ প্রসিকিউটর নিয়োগ পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/25/1438989" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ সময় এক জোড়া হ্যান্ডকাফসহ সিভিল পোশাকে এক পুলিশ সদস্য ও তার সঙ্গে আরো এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p>