<p>চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভুঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার জামালের দোকান এলাকায় জমিনের পাশে একটি জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানার পুলিশ।</p> <p>নিহত আবু তাহের ভুঁইয়া মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভুঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : নাহিদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729692550-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : নাহিদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438365" target="_blank"> </a></div> </div> <p>নিহতের ভাতিজা মেহেদী হাছান জানান, তিন দিন আগে তার চাচা নিখোঁজ হন। আজ সকালে ছোট ছেলে-মেয়েরা জঙ্গলে একটি মরদেহ দেখতে পায়। সেখানে গিয়ে তারা তার চাচাকে শনাক্ত করেন। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।</p> <p>মেহেদী আরো জানান, পাশের এলাকার এক ব্যক্তি ৫ আগস্টের পর থেকে তার চাচাকে ধমক দিয়ে আসছেন। নিখোঁজের পর পুলিশ তার মোবাইল নম্বর ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকায় দেখায়। তার ধারণা, তাকে গুম করে হত্যা করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজাকারের নাতি ছাত্রলীগ নেতা, যেভাবে বানালেন কোটি কোটি টাকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729768454-48b242f063f111c2649ea62f8186b167.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজাকারের নাতি ছাত্রলীগ নেতা, যেভাবে বানালেন কোটি কোটি টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438702" target="_blank"> </a></div> </div> <p>চাচা হত্যার বিচার চেয়ে মেহেদী বলেন, ‘এলাকায় আমার চাচার নামে কোনো খারাপ রিপোর্ট নেই। সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমার চাচাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’</p> <p>মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।</p>