<p>যশোরের বেনাপোল সীমান্তে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৬২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে র‌্যাব ও যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বাহাদুর সীমান্তের ১২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।</p> <p>আটককৃত হলেন- বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের রহিমের ছেলে জসিম উদ্দিন (৩৮), একই গ্রামের জাকিরের পুত্র সাগর হোসেন (৩৫), দুর্গাপুর গ্রামের মমিনের পুত্র মো. ইমরান হোসেন (২৯)। তারা ভারত থেকে চোরাইপথে গাঁজা এনে দেশের বাজারে বিক্রি করতেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনাপোলে অকেজো হয়ে পড়ে আছে দৃষ্টিনন্দন পৌরবাস টার্মিনাল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729761294-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনাপোলে অকেজো হয়ে পড়ে আছে দৃষ্টিনন্দন পৌরবাস টার্মিনাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438668" target="_blank"> </a></div> </div> <p>র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল ও বিজিবির কম্পানি কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র জানান, তাদের কাছে খবর ছিল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের সাগর হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ মাদক রয়েছে। এলাকাটি ভারত সীমান্তবর্তী হওয়ায় বিজিবিকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে অভিযানে যায় র‌্যাব। অভিযানকালে বাড়িটি তল্লাশি করে ৬২ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক দাম ১২ লাখ ৪০ হাজার টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনাপোলে শিশুসহ ভারতীয় নারী আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727697561-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনাপোলে শিশুসহ ভারতীয় নারী আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/30/1430503" target="_blank"> </a></div> </div> <p>র‌্যাব আরো জানায়, অভিযানকালে ওই বাড়ি থেকে সাগর, ইমরান ও জসিমকে আটক করা হয়। এই তিনজনকে পেশাদার মাদক ব্যবসায়ী। আটক জসিমের বিরুদ্ধে দুটি মাদক মামলা ও দুটি মানি লন্ডারিং মামলা বিচারাধীন রয়েছে। আটক তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।</p>